সৈয়দ আমিনুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি | ০৯ ডিসেম্বর ২০২০ | ৯:০১ পূর্বাহ্ণ
রাজনগরের মুন্সিবাজারে বাসন্তী মেডিকেল ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ ঔষধের অভিযোগ উঠেছে বলে জানা যায়। ৯ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় সাংবাদিক জুবায়ের তিনি কিছু ঔষধ কিনতে যাওয়ার পর সেখানে মেয়াদ উত্তীর্ণ ঔষধের আলামত দেখতে পেলেন। একই ঔষধ মেয়াদ বাড়ানো আবার অন্যদিকে একই ঔষধের মেয়াদ উত্তীর্ণ। উক্ত বিষয়ের ভিডিও ফুটেজ ও সংগ্রহ করা হয়েছে। এমন অভিযোগ দেখে সাংবাদিক জুবায়ের বলেন যে,আমি জানি বলেই মেয়াদ দেখেই ঔষধ কিনতে এসেছি,কিন্তু এ বিষয়ে অজ্ঞ কেউ যদি ঔষধ কিনে সেটা খেয়ে ফেলতেন তাহলে তার অবস্থা কি হতো? তিনি আরো বলেন যে,একই দোকানে একই ঔষধ মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ বাড়ানো এসব থাকে কেমন করে? এই ঘটনা নিয়ে বাসন্তী মেডিকেল ষ্টোরের কর্মচারীদের সাথে আলাপ করতে গেলে তারা কিছু বলতে চায় নি। বাসন্তী মেডিকেল ষ্টোরের মালিক কেতকী রঞ্জন ভট্টাচার্য (রঞ্জু) তিনি তখন অনুপস্থিত ছিলেন। সাংবাদিক জুবায়ের আরোও বলেন যে,এভাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধের নমুনা ষ্টোর খোঁজ করলে হয়তো আরো মিলবে,সাধারণ মানুষ তাদের ন্যায্য টাকা দিয়ে এভাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিনবে? অবিলম্বে বাসন্তী মেডিকেল ষ্টোরসহ আরো যেসকল ফার্মেসী গুলো আছে সেগুলো আইন প্রয়োগ সংস্থার মাধ্যমে তল্লাশি করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বাতিল করে উক্ত প্রতিষ্ঠান এবং মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেন নেয়া হয়।