• শিরোনাম


    মিরপুরে সাদপন্থীদের ইজতেমা প্রস্তুতি সম্পূর্ণ বন্ধ হলো।

    | ২১ অক্টোবর ২০১৮ | ১০:৩৭ অপরাহ্ণ

    মিরপুরে সাদপন্থীদের ইজতেমা প্রস্তুতি সম্পূর্ণ  বন্ধ হলো।

    তাবলিগ জামাতের সাদপন্থীদের ঢাকা জেলা ইজতেমার প্রস্তুতি বন্ধ হলো । আগামী ২৬, ২৭, ২৮ অক্টোবর (শুক্র, শনি ও রবিবার) মিরপুরের ১২ নম্বরে এ ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল মাওলানা সাদের অনুসারী গ্রুপ।

    মিরপুর এলাকার তাবলিগ জামাতের একটি সূত্র জানায়, অনুমতি না নেওয়া এবং নিরাপত্তার বিঘ্ন ও বিশৃংখলা ঘটার আশংকায় আজ সন্ধ্যার পর মিরপুর থানা পুলিশ এ ইজতেমা বন্ধের নির্দেশ দেয়। পরবর্তীতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মিরপুরের ১২ নম্বর ইস্টার্ন হাউজিং ময়দানে ইজতেমার জন্য সংগ্রহ করা বাঁশ ও অন্যান্য সামগ্রী সেখান থেকে দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানায়।



    এ ইজতেমার মাধ্যমে মাওলানা সাদপন্থী গ্রুপ বড় ধরনের শোডাউনের আশা করছিল। ইজতেমা উপলক্ষে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সাদ অনুসারী বিভিন্ন মুরব্বিদের সমবেত হওয়ার কথা ছিল।

    মুরব্বিরা সমবেত হলে বাংলাদেশে সাদপন্থীদের আলাদা মারকাজ প্রতিষ্ঠাসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম