সি.এম. হাসান, বিশেষ প্রতিনিধি | ০৮ এপ্রিল ২০১৯ | ১২:০২ অপরাহ্ণ
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩৪ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন মো. রাজীব মুন্সি, মো. সোহেল, আল আমিন, মোহিন ও গোলাম মোস্তফা।
কুয়ালালামপুর পুলিশ প্রধান জানান, স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে নিলাই থেকে ৫৬ জন শ্রমিক নিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় বাসটি রাস্তার বাহিরে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সেরদাং হাসপাতালে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। যাত্রীরা সবাই কাজের উদ্দেশ্য বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর চেয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।