| ২৯ আগস্ট ২০১৮ | ২:৫২ অপরাহ্ণ
1)
বরেন্য মুহাদ্দিস, আল্লামা আব্দুর রশীদ নো’মানী (রহ,) তার লিখিত আল মাদখাল কিতাব দেখে মন্তব্য করেন-
انا سررت بكتابك المدخل كثيرا
তোমার “আল মাদখাল” কিতাব দেখে আমি অনেক আনন্দিত!
তিনি মাওলানা আব্দুল মালেক সাহেবকে ফিকহ পড়ার জন্য শায়খুল ইসলাম আল্লামা তাকী উসমানীর হাতে তুলে দেন৷ লিখিত পত্রে বলে দেন;
يه طالب علم كيسا ہے جب آپ اسکو پڑھائےگا تب سمجھ میی آئیگا
এই তালিবে ইলম কী পরিমাণ যোগ্যতাসম্পন্ন, কত গভীর ইলমের অধিকারী, তাকে পড়ালেই তা বুঝতে পারবেন৷
2)
আরব বিশ্বের সমাদৃত মুহাদ্দিস, শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ,) তার সম্পর্কে বলেন-
يدعي انه استفاد مني ولكني استفدت منه كثيرا
لعله يفوق علي بعض شيوخه وانا اول منهم
তিনি (মাওলানা আবদুল মালেক) দাবী করেন যে,আমার কাছ থেকে তিনি উপকৃত হয়েছেন অথচ আমি দেখি তার থেকে আমিই অনেক উপকৃত হয়েছি৷ সে তার অনেক উসতাদের থেকেও এগিয়ে যাবে৷ সে সকল উসতাদদের মধ্যে অামি হবো প্রথমজন৷
3)
শায়খুল ইসলাম আল্লামা তাকী উসমানী (দা.বা.) তার লিখিত আল মাদখাল দেখে অভিভূত হয়ে পড়েন৷ মাও: বুরহানুদ্দীন রব্বানী সাহেব বলেন:আমি কিতাবটি হযরতের কাছে পৌঁছে দিলে দীর্ঘক্ষণ তিনি আব্দুল মালেক সাহেবের গুণকীর্তন করেন৷
এবং আল্লামা তাকী উসমানিই তাকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলার কাছে পাঠান৷
4)
দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস ও সদরুল মুদাররিসীন হযরত পালনপুরী দামাত বারাকাতুহুম তার লিখিত আল মাদখালের ভূমিকায় বলেন-
فقدراقني واعجبني كتاب الاستاذ المجد الموفق الشيخ عبد المالك
আল্লাহ তাআলার বিশেষ তাওফীকপ্রাপ্ত,ও ইলমব্যস্ত এই উস্তায ও শায়েখের কিতাব আমাকে বিমোহিত,বিস্মিত করে দিয়েছে৷
হযরত মাওলানা আব্দুল মালেক ক্ষণজন্মা এক মহিরুহ৷ হাদীস ও ফিকহের অবিংসংবাদিত বিশ্লেষক৷ মুতাকাদ্দিমীনের ইলম সম্পর্কে সজাগ এক বিরল ব্যক্তি৷ ভাগ্যের বিষয় যে,এই মহিরুহের জন্ম আমাদের বাংলাদেশেই হয়েছে৷ এ মাটির বুকেই তিনি বড় হয়েছেন৷ এদেশই তার কর্মক্ষেত্র৷ প্রসিদ্ধি ও পরিচিতি লাভের চলমান উপায়গুলো গ্রহণ না করার কারণে তাকে অামরা হয়ত চিনতে পারি নি(!)৷
কিন্তু বিশ্বের সচেতন উলামায়ে কেরাম মাওলানা আব্দুল মালিকের যথাযথ মূল্যায়ন করেন৷ এজন্যই তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী স্কলারদের মাহফিলে বারবার আমন্ত্রিত হন তিনি৷ হিন্দুস্তানের মাজমাউল ফিকহীর কেন্দ্রীয় সেমিনারে তাকে গুরুত্ব দিয়ে দাওয়াত করা হয়৷
মহান আল্লাহ তাআলা তাকে সালামাতের সাথে দীর্ঘ জীবন দান করুন৷ আমীন।
© মাওলানা আতাউল করিম মাকসুদ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |