• শিরোনাম


    মানবিক রাষ্ট্রের স্বপ্ন নিয়েই জন্ম স্বাধীন বাংলাদেশের

    নিজস্ব প্রতিবেদকঃ | ০১ জানুয়ারি ২০২৩ | ১২:০৭ পূর্বাহ্ণ

    মানবিক রাষ্ট্রের স্বপ্ন নিয়েই জন্ম স্বাধীন বাংলাদেশের

    একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মূলমন্ত্র ছিলো শোষনমুক্ত মানবিক রাষ্ট্র তৈরি। লাখো শহীদের ত্যাগে অর্জিত বাংলাদেশকে মানবিকতার চর্চার মাধ্যমেই এগিয়ে নেয়া সম্ভব। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মহাকারী সব ধরনের দূর্যোগ মানবিকতা ও ভালোবাসা দিয়েই জয় করেছে বাঙালিরা।

    স্বাধীনতার ৫১ বছর পূতি উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের মানবিক সংগঠন ‘ দূর্মর বাংলাদেশ’ এর উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও শীতের উপহার বিতরন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।



    শনিবার নগরীর আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটির মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মেডিকেল সার্ভিসের পরিচালক ডাঃ মোঃ এনামুল হক।

    আওয়াল খান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিপিং এক্সিকিউটিভ কো অপারেটিভ সোসাইটির পরিচালক সৈয়দ নিজাম উদ্দিন হোসাইন।

    প্রান্তিক সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে প্রধান অতিথি সৈয়দ নিজাম উদ্দিন বলেন, ‘ মানবিক মানুষেরাই শোষণমুক্ত ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে পারেন। ‘

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাজিব ভট্টাচার্য, সাংবাদিক ওয়াহিদ জামান, রোটারিয়ান ডাঃ মনির আজাদ, আলী ইসলাম, যুবলীগ নেতা রিদুয়ান ফারুক।

    আলোচনায় স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে সকল সেচ্ছাসেবী সংগঠনকে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা।

    দূর্মর বাংলাদেশের সভাপতি এস এম আনিসুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, নয়ন শাহ, সাইফুল, মেরাজ বারেক, ফাহাদ, আবু রায়হান, নূর আলম, জুয়েল, আরমান, রুহুল আমিন, নিয়াজ, সাকিব ও বকিওর রহমান সোহেল।অনুষ্ঠান শেষে দুই শতাধিক অসহায় মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম