মুফতি সাখাওয়াত হুসাইন | ০৩ সেপ্টেম্বর ২০১৮ | ১২:৫৯ পূর্বাহ্ণ
চীন যেমনি ভাবে নিজের দেশের মুসলমানদের উপর অত্যাচার করছে তেমনি ভাবে মায়ানমারের জান্তা সরকারকে সহযোগিতা করে রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। আমরা বারবার দেখেছি, চীনের বাধার কারণে মায়ানমারের সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এমনকি মায়ানমারের সঙ্গে রোহিঙ্গা ফেরত চুক্তির কোনো অগ্রগতিও লক্ষ্য করা যাচ্ছে না। সর্বশেষ চীন বলেছে বল প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে। এর মানে চীন প্রকাশ্যে বিশ্বকে হুমকি দিয়ে রাখলো যে, মায়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে না তবুও তোমরা বল প্রয়োগ করতে পারবে না। বল প্রয়োগ করলে মায়ানমারের হয়ে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব।এমতাবস্থায় শুধু মায়ানমারের সঙ্গে আলোচনা কিংবা চুক্তি কাজে আসবে বলে মনে হচ্ছে না। মুসলিম বিশ্বকে চীনের মোকাবেলায় দাঁড়াতে হবে। আমরা অতীতে কোনো সাম্রাজ্যবাদীকে ছেড়ে কথা বলিনি, বর্তমানেও নব্য সাম্রাজ্যবাদী শক্তি চীনকে ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। তাই আমি মনে করি চীনের এই নির্লজ্জ ভূমিকার প্রতিবাদে বিশ্ব মুসলিমকে সোচ্চার হওয়া উচিত। প্রয়োজনে আমরা চীনের পণ্য বয়কট করব। চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। না হয় চীন মুসলমানদের জন্য সবচেয়ে বিপদজনক হবে।