| ২৮ নভেম্বর ২০১৮ | ১২:৪৬ অপরাহ্ণ
সম্প্রতি ‘হ্যাশট্যাগ মিটু’ নিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। যৌন নিগ্রহের শিকার হওয়া নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তদের নাম প্রকাশ করছেন।
‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলনে সরব মুহূর্তে মানবতার প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়ে টুইট করেছেন শহীদ আফ্রিদি।
পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার টুইটারে লেখেন, মহানবী (স.) বলেছেন, জীবের প্রতি দয়া দেখালে আল্লাহর দয়া পাওয়া যাবে। রাসুল (স.) এর শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমরা সহকর্মীদের প্রতি আরও উদার হব। নবীর উম্মত হিসেবে আমাদের একত্র হতে হবে। কাজেই আমরা সহকর্মীদের প্রতি সদয় হব।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। বিপিএলের এবারের আসরে তামিম ইকবালের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলার কথা রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির।
বিপিএলের প্লেয়ার ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন আফ্রিদি। তার ভিত্তিমূল্য ছিল ২ লাখ ডলার (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা)। সেই মূল্যেই আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা।