গাজী আশরাফ আজহার, প্রতিনিধিঃঃ আওয়ার কণ্ঠ | ০৭ অক্টোবর ২০১৮ | ১০:০৪ অপরাহ্ণ
আজ বাদ আসর লালবাগ মাদরাসায় ইসলামী ঐক্যজোটের যুগ্ন মহাসচিব ও মুফতি আমিনী রহঃ’র একান্ত সচিব,লালবাগ মাদরাসার সিনিয়র উস্তাদ, হাফেজ মাওলানা আহলুল্লাহ ওয়াসেল রহঃ’র স্বরণে দুআ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন ইসলামী ঐক্যজোট।
উক্ত আলোচনা সভায় মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মরহুমের দীর্ঘদিনের সহকর্মী,ইসলামী ঐক্যজোটের সংগ্রামী মহাসচিব মুফতী ফয়জুল্লাহ সাহেব দাঃ বাঃ।
এতে উপস্থিত ছিলেন……
জোট চেয়ারম্যান মাওঃ আব্দুল লতিফ নেজামী ,মুফতি মোহাম্মদ তৈয়্যেব হুসাইন,মাওঃ আলতাফ হুসাইন, মাওঃ আবুল হাসানাত আমিনী,মাওঃ যোবায়ের আহমদ,মাওঃ জসিমুদ্দীন’সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং লালবাগ জামেয়ার আসাতাজায়ে কেরামগণ ও শিক্ষার্থীবৃন্দ ৷
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।