মুফতী মোহাম্মদ এনামুল হাসান , ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ১৭ ডিসেম্বর ২০২০ | ১:৩৫ পূর্বাহ্ণ
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিজয় দিবসের প্রথম প্রহরে সম্মান জানিয়ে ফারুকী পার্ক স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের চৌকস দল তপোধ্বনি দেওয়ার মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআিই, ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোজাম্মেল হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) জনাব আলাউদ্দিন চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ’দের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।