আওয়ার কণ্ঠ নিউজ ডেস্কঃ | ২৫ ডিসেম্বর ২০২২ | ৮:০৬ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে মহাত্মা গান্ধী
পদক লাভ করেন নরসিংদীর আলোকবালি ইউনিয়নের কৃতি সন্তান,মানুষ গড়ার কারিগর, ছড়াকার ও কবি আসাদ সরকার।
দুই বাংলার বিজয়ের কবিতা উৎসব উপলক্ষ্যে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠানে সাহিত্য কর্মে বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
২৪শে ডিসেম্বর অনুষ্ঠিত কোলকাতার শিয়ালদহ
কৃষ্ণপদ মেমোরিয়াল হলে
দিনব্যাপী বিজয়ের কবিতা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী দাস, প্রধান অতিথির আসন অলংকৃত করেন সঞ্জয় কুমার দাস। অতিথিদের মধ্যে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন ‘সাহিত্যের সন্ধ্যানে’ প্রতিষ্ঠাতা কবি আসাদ সরকার।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নতুন তারা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা জনাব সাইফুর রহমান মিনা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ❝সাহিত্যের সন্ধানে❞ নরসিংদী জেলা কমিটির সভাপতি ও হাজী আবেদ আলী কলেজের প্রভাষক জনাব বেলাল আহমেদ।