• শিরোনাম


    মস্কোতে আফগান সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসছে তালেবান।

    | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:২৬ পূর্বাহ্ণ

    মস্কোতে আফগান সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসছে তালেবান।

    আফগান সরকারবিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসছে তালেবান। মস্কোয় আজ (মঙ্গলবার) থেকে দু’দিনব্যাপী এ বৈঠক শুরু হবে।

    গত কিছুদিন ধরে আফগান সরকারকে ছাড়াই আমেরিকার সঙ্গে তালেবানের সরাসরি আলোচনা হয়েছিলো। আসন্ন মস্কো বৈঠকেও আশরাফ গণির সরকারকে উপেক্ষা করা হয়েছে। ফলে, কাবুল সরকার আলোচনা প্রক্রিয়া থেকে আরো দূরে সরে যাবে বলে মনে করা হচ্ছে।



    আফগান গণমাধ্যমের খবরে জানা গেছে, আসন্ন মস্কো বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির বিরোধী কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেবেন।

    একজন সিনিয়র তালেবান নেতা বলেছেন, মস্কো বৈঠক হবে ‘অরাজনৈতিক’ এবং মস্কো-ভিত্তিক কয়েকটি সংগঠন এটির আয়োজন করতে যাচ্ছে।

    কাবুলের রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোভিত্তিক ‘আফগান সোসাইটি অব রাশিয়া’ এ বৈঠকের আয়োজন করছে। মস্কোর প্রেসিডেন্ট হোটেলে অনুষ্ঠেয় বৈঠকটিতে আফগানিস্তানের প্রভাবশালী ব্যক্তিত্বদের দাওয়াত দেয়া হয়েছে। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে আমরা ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছি।

    মস্কো বৈঠকে আমন্ত্রিত রাজনৈতিক নেতাদের মাঝে প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ গনির প্রতিদ্বন্দ্বী হানিফ আতমার রয়েছেন। সাবেক যুদ্ধবাজ নেতা আতা মুহাম্মাদ নুর ও সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও মস্কো বৈঠকে অংশ নেবেন। আফগান সরকারের তরফ থেকে তালেবানের সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত একটি পরিষদ জানিয়েছে, তাদেরকে মস্কো বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

    সূত্র: এএফপি, আরব নিউজ ও দ্য নিউইউর্ক টাইমস।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম