• শিরোনাম


    মনিপুর থেকে লক্ষীমুড়ার শেষ সীমা পর্যন্ত পিকনিক নৌকার গান বাজনা নিষিদ্ধ

    আব্দুল করিম সিরাজী | ০৪ জুলাই ২০১৮ | ৪:৩১ পূর্বাহ্ণ

    মনিপুর থেকে লক্ষীমুড়ার শেষ সীমা পর্যন্ত        পিকনিক নৌকার গান বাজনা নিষিদ্ধ

    আজ দুপুর বার ঘটিকার সময় পত্তন ইউপি ছাত্র-উলামা পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে এলাকার সকল শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।মুফতি রহমতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে মুফতী রঈস উদ্দিন আমিনীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা শফিকুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতী বশির আহমদ সাহেব। ন্যাশনাল কিন্ডারগার্টেন এর পরিচালক জনাব শফিকুল ইসলাম, মাওলানা মোশারফ হুসাইন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জাহিদুল ইসলাম ও মুফতী মুজাম্মেল হক। মানববন্ধনে ন্যাশনাল কিন্ডারগার্টেনের এক ছাত্রী ডি সি মহোদয় কে উদ্দেশ্য করে বলেন, ডিসি আঙ্কেল আপনিতো লেখাপড়া করে মানুষ হয়ে গেছেন আমাদেরকে কি পড়তে দিবেন? আমিও পড়তে চাই মানুষ হতে চাই কিন্তু পিকনিক নৌকার গান বাজনার কারণে আমরা ক্লাস করতে পারিনা ,পড়তে পারি না । দয়া করে এগুলো বন্ধ করুন ।প্লিজ আমাদেরকে পড়তে দিন , আমাদের কথা শুনুন। এই সময় এক আবেগগণ পরিবেশ তৈরী হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, মনিপুর থেকে লক্ষীমুড়া পর্যন্ত অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ,স্কুল, কবরবস্থান থাকা সত্ত্বে দৈনিক অর্ধ শতাধিক পিকনিক নৌকার গান বাজনার কারণে কোমল মতি ছেলে মেয়েদের লেখাপড়ার ও নামাজের ডিস্টার্ব হয়। কবরস্থানের সম্মান নষ্ট হয়। মাদকাসক্ত হয়ে বেহায়াপনা নিত্যের কারণে মা বোনেরা লজ্জায় বিব্রত হয়ে যায়।সুতরাং এই বিষয়গুলো খেয়াল করে এখন মনিপুর থেকে লক্ষীমুড়া পর্যন্ত পিকনিক নৌকার সকল প্রকার গান বাজনা বন্ধ থাকবে। সভাপতির বক্তব্যে বলেন, এখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে এটা সকলেই মেনে চলতে হবে এবং জন প্রতিনিধা ও প্রশাসন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরেও যদি কেউ গান বাজনা বাজায় আর কোন দূর্ঘটনা ঘটে তাহলে এলাকাবাসী কোন দায়ী নিবেনা ।কারণ মানুষ বিরক্তি হতে হতে কি করে ফেলে সেটি কিন্তু বলা যায়না। তিনি বলেন’ তার পরেও যদি বন্ধ না হয় তাহলে চম্পকনগর থেকে বি বাড়িয়ার নৌপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম