এম ডি সালাহ্উদ্দিন | ১১ আগস্ট ২০১৮ | ১২:৪১ পূর্বাহ্ণ
ছোট ছোট বাবুরা
পথে নেমে দেখলো তাই,
জাতির কেবল মুখ ঢাকা
পাছায় তাদের বস্ত্র নাই।
তাই তো তারা করলো পণ
বলবে এবার কথা হক,
মানবে না আর ভুয়াবাজি
তারাই সাজবে বিচারক।
পথে তারা দাঁড়িয়ে যেই
জানান দিলো উপস্থিতি,
একেক করে বেরিয়ে এলো
নৈরাজ্যকর পরিস্থিতি।
উল্টাপাল্টা চলে গাড়ি
নেই নিয়ম তান্ত্রি,
ড্রাইভিংয়ে লাইসেন্স নাই
উল্টো পথে মন্ত্রী।
সে যেন এক মগের মুল্লুক
ইচ্ছে মতো চলছে সবি,
দেশজুড়ে তাই দেখা গেলো
দুঃশাসনের প্রতিচ্ছবি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |