| ০২ এপ্রিল ২০২০ | ১২:৫৪ অপরাহ্ণ
কবি ,লেখক আর একজন গবেষক হলেও ডক্টর মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা বই সম্পর্কে আমার মতামত দেয়ার চেষ্টা করা অনধিকার চর্চা ছাড়া আর কিছুই না ।তবু ভাল লাগা থেকেই এবং পাঠক হিসেবে অন্য একজন মানুষের কাছে তাঁর এ সৃষ্টিশীল কর্ম দায়িত্ব নিয়ে জানান দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি ।”ফিহা তুমি কই? তোমার জন্য আমি লিখেছি এই কবিতার বই ।”এভাবেই তিনি পাঠকের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন “ভয় কিংবা ভালোবাসা “নামক বইখানা ।অভাগা কাহিনীতে ছন্দের তালে অংক শেখানো হয়েছে ।সন্রাসীদের প্রথম পাঠে স্বরবর্ণ আর ব্যঞ্জনব’ণ শেখানো হয়েছে। টাইগার মানে বাঘ কবিতায় শেখানো হয়েছে ইংরেজি একগুচ্ছ শব্দ মালা ।এছাড়া আরও আছে রাজকন্যা ও রাজপুত্রের কাহিনী ।বুকের ভেতর এক্কেবারে ঠাসা- আছে সলিড ভালোবাসা।শুধু কি তাই ?তিনি লিখেছেন, ধরতে পারি ছুঁতে পারি একটা বন্ধু চাই-ডিজিটাল হাজার বন্ধুর কোনো দরকার নাই!
💻এস এম শাহনূর
(কবি ও আঞ্চলিক ইতিহাস গবেষক)