• শিরোনাম


    ভোলা পূর্ব কুমার খালী জামেউল উলূম মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

    ডা.এম এ মাজেদ, সাইফুল,ফেনী অফিসঃ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৫৭ অপরাহ্ণ

    ভোলা পূর্ব কুমার খালী জামেউল উলূম মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

    গত সোম, মঙ্গল ও বুধবার ভোলা জেলা পূর্ব কুমার খালী জামিউল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার ৩ দিন ব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিল মুহাম্মাদ হেদায়েতুল ইসলাম সাহেবের
    সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মাদ শিয়াব উদ্দীনে পরিচালনায় অনুষ্ঠিত হয়,।সভায় প্রথম দিবসে প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করেন
    ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির ও পীরে কামেল মুফতি নাসির উদ্দীন কাসেমী ঢাকা
    সভায় ২ দিন
    প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করেন
    ভোলার কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরঅান ও কওমী ওলামায়ে কেরামের সূর্য
    সন্তান হযরত মাওলালা হাফেজ নিজাম বিন বাহাউদ্দীন সাহেব,সভায় ৩ দিন দিন প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী,৩দিন ব্যাপী মাহফিলে আরো বয়ান পেশ করেন,হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের রশিদী,মাওলানা রিয়াজ উদ্দীন আহমদ সহ ৩ দিন ব্যাপী মাহফিলে আরো বহু ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

    ২দিন প্রধান মেহমান তার বয়ানে বলেন প্রিয় হাজেরিন…
    আমার আজ বয়ানের বিষয় হলো,
    আল্লাহর যিকিরের উপকারিতা…..



    আল্লাহর পবিত্র নামের যে বরকত ও লযযত এবং স্বাদ ও আনন্দ রয়েছে তা অন্য কিছুতে নেই। আল্লাহর যিকির এমন এক শক্তি, যা দুর্বলকে সবল করে এবং সকল বিপদে দৃঢ়পদ রাখে। কারণ আল্লাহর স্মরণকারীর বিশ্বাস এই যে, সব কিছু আল্লাহর হুকুমেই হয় এবং আল্লাহর কোনো ফয়সালা বান্দার জন্য অশুভ নয়। আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার মাঝেই বান্দার কামিয়াবি ও কল্যাণ। কুরআন মজীদে আল্লাহর যিকির বেশি বেশি করতে বলা হয়েছে। অন্য কোনো ইবাদত সম্পর্কে এমন কথা বলা হয়নি। কুরআন মজীদে আল্লাহর যিকির বেশিবেশি করতে বলা হয়েছে। কারণ আল্লাহর যিকির তথা আল্লাহর স্মরণ এমন এক বিষয়, যা মানুষকে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করে এবং শরীয়তের হুকুম মোতাবেক চলতে সাহায্য করে। উপরন্তু তা এত সহজ যে, এর জন্য আলাদা করে বেশি সময় ব্যয় করার কিংবা অন্যান্য কাজ স্থগিত রাখার প্রয়োজন হয় না।

    আল্লাহর যিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। আবু ওসমান নাহদী রাহ. বলেন, কুরআন মজীদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাকে স্মরণ করেন।

    আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব এবং শোকর গোযারি কর, না-শোকরি করো না।-সূরা বাকারা : ১৫২

    সুতরাং আমরা যখন আল্লাহর যিকিরে মশগুল হই তখন একথা স্মরণ করা কর্তব্য যে, স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করছেন। এতে যিকিরের স্বাদ ও লযযত বহুগুণ বৃদ্ধি পাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম