• শিরোনাম


    ভেজাল প্রতিরোধে প্রয়োজন অন্তরে আল্লাহর ভয়। মুফতী মোহাম্মদ এনামুল হাসান

    | ০৯ সেপ্টেম্বর ২০১৮ | ৩:০৪ অপরাহ্ণ

    ভেজাল প্রতিরোধে প্রয়োজন অন্তরে আল্লাহর ভয়।  মুফতী মোহাম্মদ এনামুল হাসান

    ভেজাল আজ মহামারী আকার ধারণ করেছে।সর্বত্র চলছে শুধু ভেজাল আর ভেজাল। মানুষের নিত্যপ্রয়োজনীয় সকল কিছু আজ ভেজালে মিশ্রিত। অধিক মুনাফার লোভে ভেজাল এখন অপেন সিক্রেট হয়ে গেছে। আর এই ভেজাল মিশ্রিত সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহারে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। যদি ও দেশে ভেজাল প্রতিরোধে রয়েছে প্রয়োজনীয় আইন।কিন্তু সে আইন কি ভেজাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে? শুধু আইন দিয়ে ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবেনা যদি সকলের অন্তরে আল্লাহর ভয় না থাকে। যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান, পরকালে মহান আল্লাহতায়ালার নিকট জবাবদিহিতা র ভয় যার অন্তরে কাজ করবে সে কখনো ভেজালের মতো প্রতারণামূলক জঘন্যতম অপরাধ অন্য আরেকজন মানুষের সাথে করতে পারবেনা।আল্লাহর ভয় বাদ দিয়ে যতো আইন ই করা হউক না কেন ভেজাল প্রতিরোধ করা যাবেনা। আল্লাহর ভয় থাকলে মানুষ যে, ভেজাল সহ সকল প্রতারণা মূলক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তা এই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি।

    হজরত ওমর ( রা:) তার শাসনামলে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে ঘোরাফেরা করতেন। প্রকৃত অসহায় ও দরিদ্র অবস্থায় যারা আছে তাদের খোঁজখবর নিতেন এবং সাহায্য সহযোগিতা করতেন।কোন প্রজা বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করতেন।



    একরাতে তাহাজ্জুদের মদিনার এক গলিতে ঘোরাফেরা করার সময় এক ঘর থেকে দুজন মহিলার কথোপকথনের আওয়াজ আসছিলো। একজন বৃদ্ধা আরেকজন যুবতী। বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে বলছে দুধে পানি মিশিয়ে দাও অধিক মুনাফা হবে। মেয়ে বলল মা! আমিরুল মুমিনিন হজরত ওমর ( রা:) দুধে পানি মিশিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। মেয়ের একথা শুনে মা বলল, আমাদের এখানেতো আর আমিরুল মুমিনিন নেই। তুমি পানি মিশালে তিনি তো আর দেখছেন না।আর দেখার মতো কেউ এখানে নেই।
    উত্তরে মেয়ে বলল, মা! খলিফা আমাদের মাঝে নেই,আর তিনি দেখছেন না ঠিকই, কিন্তু আল্লাহ তায়ালা তো দেখছেন। সুতরাং এমন কাজ আমি করতে পারবোনা। মা মেয়ের কথা সবকিছু ই ওমর ( রা:) বাহির থেকে শুনছিলেন।
    সকালবেলা মা মেয়ে দুজনকে ই ডেকে আনলেন রাষ্ট্রপ্রধান ওমর ( রা:) ।
    খোঁজখবর নিয়ে যুবতী মেয়ের খোদা ভীরুতায় খুশী হয়ে নিজের পুত্রবধূ করে আনলেন ওমর ( রা:)।

    আল্লাহ তায়ালা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দান করুণ, যেন আমরা ভেজাল মুক্ত সুন্দর জীবন যাপন করতে পারি।

    লেখক
    সাংগঠনিক সম্পাদক
    ইসলামী ঐক্যজোট
    ব্রাক্ষণবাড়ীয়া জেলা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    নিয়ত অনুসারে নিয়তি ও পরিনতি

    ২১ সেপ্টেম্বর ২০১৯

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম