নেয়ামত উল্যাহ তারিফ: | ০৪ এপ্রিল ২০২২ | ১১:৫৪ অপরাহ্ণ
“আমার মন মাতানো দেশ-
যখন তোর ঐ গাঁয়ের ধারে
ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে
হংস মিথুন ভেসে বেড়ায়
শাপলা ফোটা টলটলে ঐ পুকুরে
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপ্রতির পাখায় পাখায়।”
এমন হাজারো নৈসর্গিক শোভাময় ছবি আঁকা বাংলার প্রান্তর জুড়ে। যা দেখে নয়ন জুড়ে আর পাখির গানে মনটি ভরে। কে চায় রূপসী বাংলা ছেড়ে দূর প্রবাসে পা বাড়াতে? কারো মন চায় না দিল চায় না মায়ের মতো মমতাময়ী দেশটি ছেড়ে প্রবাসী হতে। তারপরও কেউ কেউ প্রবাসী হয়। কিন্তু কেন ? এর উত্তরে ইতালি প্রবাসী মো. নাছির উদ্দিন বলেন, সমাজের দরিদ্র মানুষটিকে যেমন অধিকাংশজনে সম্মান করে না, শ্রদ্ধা করে না। ঠিক তেমনি বিশ্বের নিকট দরিদ্র রাষ্ট্রটিও যথার্থ মর্যাদা পায় না। দেশের এবং পরিবারের অর্থনৈতিক মুক্তির জন্য, মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য লাখো মায়ের সন্তান পাড়ি দিয়েছে দূর প্রবাসে। অপর একটি প্রশ্নের উত্তরে মো. নাছির উদ্দিন বলেন, প্রবাসীরা বুকের কোণে বুনেন দেশ প্রেম। তারা কর্মব্যস্ততার মধ্যেও নিয়মিত খোঁজখবর রাখেন জন্মভূমির। তিনি আরো বলেন, প্রবাসীরা বাংলা ভূমির গর্বিত সন্তান। তারা রাখছে দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিসীম অবদান।
বাংলাদেশটি আমরা পেয়েছি রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে। রক্ত দিয়ে কেনা বাংলা বর্তমানে মধ্যম আয়ের দেশ। দিন হতে দিন দেশটি হচ্ছে সমৃদ্ধ। এক্ষেত্রে যে সকল বিষয় উল্লেখযোগ্য অবদান রাখছে তারমধ্যে প্রবাসী আয় অন্যতম। মো. নাছির উদ্দিন নিজেকে প্রবাসী হিসাবে গর্ববোধ করেন। তিনি বলেন, আমাদের শ্রম, ঘাম, মেধার মাধ্যমে বৈধভাবে উপার্জিত অর্থ দেশের উন্নয়নে অবদান রাখছে বলে আমি সন্তোষ প্রকাশ করছি।