• শিরোনাম


    ভুয়া সরকার আর ভুয়া নির্বাচন কমিশন মিলে দেশের গণতন্ত্রকে জবাই করছে: মির্জা ফখরুল

    | ২০ ডিসেম্বর ২০১৮ | ৪:১২ পূর্বাহ্ণ

    ভুয়া সরকার আর ভুয়া নির্বাচন কমিশন মিলে দেশের গণতন্ত্রকে জবাই করছে: মির্জা ফখরুল

    গণতন্ত্রের স্বার্থে ৩০ ডিসেম্বর ভোট দেবেন, প্রয়োজনে কেন্দ্র পাহারা দেবেন। ভোট গুণে নিবেন। নিজের পায়ে দাঁড়ালেই সব চক্রান্ত ভেস্তে যাবে। কুমিল্লার চান্দিনায় পথসভায় এই আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় ক্ষমতায় থাকা নৈতিকভাবে ঠিক নয়। পুলিশ, র‍্যাবসহ সব বাহিনীকে ব্যবহার করছে সরকার। ভুয়া সরকার আর ভুয়া নির্বাচন কমিশন মিলে দেশের গণতন্ত্রকে জবাই করছে।



    মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে। লাঠিচার্জ বা গ্রেফতারের ভয় দেখিয়ে কাজ হবে না। আওয়ামী লীগ কাপুরুষের মতো আচরণ করছে, একারণেই তারা দেওলিয়া হয়ে গেছে।

    তিনি জানান, আসন্ন নির্বাচনের কোন নিরপেক্ষতা নেই। নির্বাচন প্রহসনে পরিণত হতে যাচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম