| ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ১০:৩০ অপরাহ্ণ
ঃ- সর্তক বার্তা ঃ-
কিছু পত্রিকা আওয়ামী লীগের এজেন্ট হয়ে আগামীর নির্বাচনের বিএনপির প্রার্থীদের নাম দিচ্ছে,এটা সম্পূর্ন ভুয়া নিউজ,এটার ব্যাপার দলের শীর্ষ কোন নেতা কিছু জানে না,আগামী সরকার বিরোধী আন্দোলন দূর্বল এবং তৃনমূলের ঐক্য নষ্ট করার জন্য এই কৌশল নিয়েছে আওয়ামী লীগ।
বেগম জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না,আর বেগম জিয়া মুক্ত হওয়ার পর নির্বাচনের চিন্তা।
দেশনেত্রী ই ঠিক করবেন আগামী নির্বাচনের সকল আসনের দলীয় প্রার্থী,আর আগ পর্যন্ত প্রতিটি আসনে ২০০৮ সালের দলীয় প্রার্থীই হলো বিএনপির শীর্ষ নেতা।।
বার্তা প্রেরক
তাইফুল ইসলাম টিপু
সহ দপ্তর সম্পাদক,বিএনপি।