মোনচুর আলী সুমনঃ | ১৫ অক্টোবর ২০২২ | ৮:২৫ অপরাহ্ণ
বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি যারা অন্য দেশে অভিবাসী হয়েছেন বা জীবিকার তাগিদে ভিন্ন দেশে অবস্থান করছেন তারা প্রবাসী । বিদেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীর সংখ্যা মোট প্রায় তেরো মিলিয়ন বা এক কোটি ৩০ লাখ । বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসী বা প্রবাসীর তালিকায় সেরা ২০টি দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ।
আমাদের প্রবাসীদের রয়েছে স্বদেশের প্রতি গভীর টান। তাদের স্বজন বন্ধু পড়শিদের নিয়ে তারা সাত রঙা স্বপ্ন বুনেন। স্বদেশীদের শুভ সংবাদে আনন্দ পান আমাদের প্রবাসীরা আবার তাদের কষ্টের কথা শুনে দুঃখে নোনা জলে বুক ভাসানও।
সৌদি আরব প্রবাসী মোঃ মাঈন উদ্দিন মাহবুব বলেন, একটুখানি অবসর পেলে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে স্বদেশের খবরাখবর রাখি। বাংলাদেশের যে কোন সাফল্য আমাকে ভিষণ আনন্দদেয় আবার ব্যর্থতায় হৃদয়ে কষ্টের দাগ অঙ্কিত হয়।
কাতার প্রবাসী মোঃ রাশেদুল হাসান বলেন, অবসরে কিংবা ব্যস্ততায়, দিবসে অথবা নিশিতে তথা সব সময় বাংলাদেশের ভাবনায় ভিবোর থাকি। যে কোন ক্ষেত্রে বাংলাদেশ জিতলে জিতে যায় আমি আর বাংলাদেশ হারলে হেরে যায় আমি।
আবু দাবি প্রবাসী মোঃ আবদুল্যাহ রাশেদ বলেন, কেবল আমি নই সকল প্রবাসীদের হৃদয় জুড়ে বাংলাদেশ, মাথা জুড়ে বাংলাদেশের ভাবনা। দেশের স্বাভাবিক অবস্থায় দেহ জুড়ে আসে শান্তি। এবং দেশের যে কোন দূর্ঘটনায় হতাশ হই, হৃদয়ে হয় রক্ত ক্ষরণ। সর্বদায় কামনা থাকে ভালো থাকুক বাংলাদেশ, সুখে থাকুক স্বদেশীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |