সংগ্রহে মুফতী মোহাম্মদ এনামুল হাসান। | ১১ ডিসেম্বর ২০১৮ | ৩:০৬ অপরাহ্ণ
এক ব্যক্তি তার প্রতিদিনের করণীয় কাজগুলোর তালিকা তার গোলামকে কাগজে লিখে দিল।গোলামের প্রতি এই নির্দেশ দিল যে, সে যেন এর বাইরে কোন কাজ না করে। একবার মুনিব এবং গোলাম কোথাও সফরে বের হলেন।মুনিব ঘোড়ায় চলছিলেন আর গোলাম পেছনেপেছনে হেটে আসছিল। পথে প্রচণ্ড শীত পড়ায় মুনিব তার চাদর তালাশ করছিলো।
গোলামকে চাদরের কথা জিজ্ঞেস করায় গোলাম তার কাগজে লিখিত তালিকা দেখিয়ে বললেন এখানে চাদরের কথাটি লেখা নেই বিধায় আমি চাদর টি পড়ে যেতে দেখে ও উঠিয়ে রাখেনি।
গোলামের এই কথা শুনে মুনিব তার কাগজ এনে তাতে লিখে দিল যে,পথে কিছু পড়ে গেলে তা উঠিয়ে নিবে। কিছুদূর যাবার পর গোলাম তার মালিকের কাছে একটা পুটলি দিল। মালিক খুলে দেখল তাতে ঘোড়ার লেদায় ভরপুর। মালিক বলল এগুলো জমা করলে কেন? গোলাম উত্তরে বলল, আপনি ই তো লিখে দিলেন কিছু পড়ে গেলে উঠিয়ে নিতে,তাই ঘোড়ার লেদাগুলো যখন পড়ে যাচ্ছিল তখন আমি তা উঠিয়ে রেখেছি।
এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে শুধু বেতনভূক্ত ও লাভজনক কারণে হয়ত সাময়িক আনুগত্যে বাধ্য করা যায় কিন্তু হৃদয় থেকে নিঃশর্ত আনুগত্য করানো যায়না।
শ্রদ্ধা, ভালবাসাহীন নিঃশর্ত আনুগত্য অর্থহীন। ভালবাসা ছাড়া নিঃশর্ত আনুগত্য হয়না।