| ২০ অক্টোবর ২০১৮ | ৫:১৮ পূর্বাহ্ণ
এনডিটিভির খবরে বলা হয়েছে, জালান্দার থেকে অমৃতসরগামী ট্রেনটির আওয়াজ শুনতে পায়নি লাইনের ওপর দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে থাকা জনতা। কারণ, ওই সময় বিকট শব্দে পটকা ফোটানো হচ্ছিলো।
অমৃতসরের পুলিশ কমিশনার এসএস শ্রীভাস্তব বলেন, ‘অন্তত ৫০ জন মারা গেছেন। আমরা লোকজনকে সেখান থেকে সরিয়ে নিচ্ছি। আহতের হাসপাতালে নেয়া হয়েছে।’
আহত অন্তত ৬০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা আইএনএস জানিয়েছে, রাবণের প্রতিমূর্তি দাহ্য করার সময় সেখানে প্রায় সাতশ’ মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত জনতা, এই ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করছেন। তারা জানান, ট্রেনটি চলে আসার আগে কোন ধরণের অ্যালার্ম বাজেনি।
পাঞ্জাবে মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানিয়েছেন, নিহতের প্রত্যেককে ৫ লাখ রুপি করে দেয়া হবে। এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।