• শিরোনাম


    ভারতে ট্রেনে একের পর এক গ্রেনেড হামলা, রক্তাক্ত বহু মানুষ

    | ০২ ডিসেম্বর ২০১৮ | ৫:৩৩ পূর্বাহ্ণ

    ভারতে ট্রেনে একের পর এক গ্রেনেড হামলা, রক্তাক্ত বহু মানুষ

    ভারতের গুয়াহাটিতে ইন্টারসিটি ট্রেনে মুহুর্মুহু গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষ আহত হয়েছে, তবে হতাহতের সঠিক তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। হরিসিং স্টেশনে কামাখ্যা- ডেকারগাঁও ইন্টাসিটি এক্সপ্রেসে শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে।
    রেলের এক মুখপাত্র জানিয়েছেন সন্ধ্যা ৭ টার পরপরই বিস্ফোরণের কেঁপে ওঠে ট্রেন।
    বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গুয়াহাটির উদালগুড়ি এলাকা দিয়ে যখন কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস নামক ট্রেনটি যাচ্ছিল তখন এর কয়েকটি বগি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়।
    সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ঘটনায় আহত একজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে গুয়াহাটি থেকে এই স্টেশনের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। ঘটনাস্থলে ইতিমধ্যেই প্রশাসনের কর্তারা পৌঁছেছেন।
    গত দু’সপ্তাহের মধ্যে এটি অমসে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা। গুয়াহাটি- লেডো ইন্টারসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল ২১ নভেম্বর। সেই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।
    তাৎক্ষণিকভাবে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ হামলার সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা (আই) জড়িত বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম