• শিরোনাম


    ভারতবর্ষের স্বাধীনতা লাভে আলেমদের অবদান। মুফতী এনামুল হাসান।

    | ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৫:৪৯ পূর্বাহ্ণ

    ভারতবর্ষের স্বাধীনতা লাভে আলেমদের অবদান।  মুফতী এনামুল হাসান।

    ভারতবর্ষকে ব্যবসার নামে দখল করে
    ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী ভারতবর্ষে বসবাসকারীদের গোলাম বানিয়ে রেখেছিল বহুদিন।

    ব্রিটিশ বেনিয়াদের শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করে পুনরায় স্বাধীনতা ছিনিয়ে আনার ক্ষেত্রে আলেম উলামাদের ভুমিকা ছিল সীমাহীন।



    যখন ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী ভারতবর্ষ দখল করে নিল কথা বলার মতো সাহস কারো ছিলোনা। ইংরেজরা দেশ দখল করার পর ঘোষণা করল,সৃষ্টি আল্লাহর,দেশ বাদশাহর, আর নির্দেশ চলবে ঈষ্ট ইন্ডিয়া কোম্পানির।আর ইষ্ট ইন্ডিয়া কোম্পানি হল ব্রিটিশ ভিক্টোরিয়ার।

    ঠিক সেই মুহুর্তে (১৮০৬ খৃষ্টাব্দ) শাহ আব্দুল আযিয ( রহঃ) ফতোয়া দিলেন আজ থেকে ভারত দারুল হরব ( শত্রুকবলিত) হয়ে গেছে।
    এই ভারতবর্ষকে আযাদ করার জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে।
    শাহ আব্দুল আযিয( রহঃ) এর ফতোয়ার উপর ভিত্তি করে ১৮৩১ সালে সৈয়দ আহমদ শহীদ বেরলবী(রহঃ) বালাকোটে শাহাদাৎ বরণ করেন।

    ১৮৫৭ সালে হাজ্বী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী ( রহঃ) কে আমীরুল মুমিনীন, হজরত কাসিম নানুতবী( রহঃ) কে প্রধান সেনাপতি এবং হজরত রশীদ আহমদ গাংগুহী ( রহঃ) কে প্রধান বিচারপতি মনোনীত করে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উলামায়ে কেরাম সরাসরি যুদ্ধে লিপ্ত হন।সে যুদ্ধে অসংখ্য আলেম উলামা শাহাদাৎ বরণ করেন।

    এরই ধারাবাহিকতায় ১৯১৯ সালে শায়খুল হিন্দ মাহমুদুল হাসান( রহঃ) রেশমি রুমাল আন্দোলন করেছিলেন।
    মাল্টার জেলে তিনি তিন বৎসর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। ঢাকা থেকে দিল্লি পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিলনা যে বৃক্ষে কোন না কোন আলেমকে ফাসি দেয়া হয় নাই।

    মোটকথা হলো ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীর হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে আলেম উলামাদের রয়েছে সীমাহীন ত্যাগ ও কোরবানি। আলেম উলামা যদি সেদিন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করত তাহলে হয়তো ভারতবর্ষ স্বাধীন ই হয়তো না।

    ব্রিটিশ বিতাড়নে আলেম উলামাদের একক অবদান ছিল। তাই আলেম উলামাদের খাটো করে কিংবা অবহেলা করে দেখার কোন সুযোগ নেই।

    লেখক
    সাংগঠনিক সম্পাদক

    ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম