হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ২৭ নভেম্বর ২০২০ | ১:৩২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভদ্রগাছা প্রবাসী যুব উন্নয়ন ফোরামের নিজেস্ব অর্থায়নে আকর্ষণীয় সেতু নির্মাণ করা হয়েছে।
পুর্ব অঞ্চল থেকে ভদ্রগাছা পশ্চিম অঞ্চল লাউর ফতেপুর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া- আশা করার এক মাত্র রাস্তা এই ভদ্রগাছা রাস্তা। সরকারি অনুদানের অপেক্ষকা না করে পূর্ব পাড়া খালের উপর দৃষ্টিনন্দন ব্রিজনির্মাণ করে এলাকায় আলোচনায় এসেছেন ভদ্রগাছার রেমিট্যান্স যোদ্ধারাদের প্রবাসি যুব উন্নন ফোরাম। এতে সুবিধা ভোগ করবে এলাকার লক্ষ লক্ষ মানুষ।
যানাযায় প্রবাস ভিত্তিক এই সংগঠনটি গ্রামের অবকাঠামো উন্নয়নে এর আগেও উত্তর পাড়া হতে পুর্বাঅঞ্চলে আশা- যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাতে একটি বাঁশের সেতু নির্মাণ করে দিয়েছিলেন।উক্ত সংগঠনটি সেতু নির্মান করে এলাকায় প্রশংসার জুয়ারে বাসছেন।