• শিরোনাম


    ভঙ্গি (কবিতা)

    এম. ডি. সালাহ্উদ্দিন | ১০ জুলাই ২০১৮ | ৮:১৯ অপরাহ্ণ

    ভঙ্গি (কবিতা)

    দেশটা নাকি জনগণের
    সংবিধানে আছে,
    জনগণই জিম্মি এখন
    শাসক গোষ্ঠীর কাছে।

    দেশের কাজে তাদের কোন
    সক্রিয়তা নাই,
    ভোট দিতে দরকারি হয়
    বেঁচে থাকে তাই।



    সেখানটাতেও বেশ ঝামেলা
    পায়না অধিকার,
    যাবার আগেই অন্য কেহ
    ভোট দিয়ে দেয় তার।

    তাই দেখিয়া আদব আলী
    করবে প্রতিবাদ,
    ব্রাশ ফায়ারের ভয়ে তাহার
    মিঠে যায় সাধ।

    তবু যখন আদব আলী
    বেয়াদবের মতো,
    ডেকে বল্ল একত্র হও
    বঞ্চিতরা যতো।

    আদব আলীর ডাকে যখন
    হইলো সবাই জড়ো,
    তখন থেকে অধিকারের
    আন্দোলনটা শুরু।

    আন্দোলনের উপর হলো
    প্রতিপক্ষের হামলা,
    উল্টোভাবে ব্রিফিং দিলো
    শাসক গোষ্ঠীর আমলা।

    ভিসি পদের আমলা যিনি
    কি ধরিলেন ভঙ্গি,,
    বলে দিলেন আদবের দল
    সবাই নাকি জঙ্গি ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মগের মুল্লুক (কবিতা)

    ১১ আগস্ট ২০১৮

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম