নিজস্ব প্রতিনিধিঃ | ০৭ মার্চ ২০১৯ | ৪:৩১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বার বার নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র জননেতা তাজ উদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণায় প্রেস ব্রিফিং করেছে কাতার প্রবাসী সমাজ সেবক জনাব কামরুল বখত।
তিনি বলেন জননেতা তাজ উদ্দিন আহমেদ নিঃসন্দেহে একজন তারুণ্যের মডেল।
তার মতে একজন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের নেতা। শুধু তাই নয়, তিনি বলেন জননেতা মোহাম্মদ তাজ উদ্দিন একটি বিপ্লবের নাম।
বড়লেখা উপজেলায় একজন মাত্র কাউন্সিলরকে আপামর জনসাধারণ এক নামেই চিনে। এবং তিনি দল, মতের উর্ধ্বে অন্যায়ের বিরুদ্ধে একজন আপোষহীন নেতা । গরীব-দুঃখী ও মেহনতি মানুষের একজন আস্হাভাজন । যেখানে অন্যায়,নির্যাতন, সেখানে একজন ত্রাতা রুপে আভির্ভুত হয়েছেন।
তাঁর এই প্রতিদান স্বরুপ তিনি বার বার কাউন্সিলর ও প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন প্রায় বিনা প্রতিদ্বন্দিতায়।
তারই ধারাবাহিকতায়,। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আমার মতে তিনি প্রার্থী হন নাই, উনাকে বড়লেখাবাসি প্রার্থী করেছে। এবং উনার মতো একজন সৎ, যোগ্য, দেশপ্রেমিক, জনবান্ধব একজন নেতা বড়লেখা উপজেলায় খুবই প্রয়োজন।
তাই আসুন আমরা ১৮ তারিখের নির্বাচনে যার যার অবস্হান থেকে সর্বাত্মক প্রচেষ্টা করে ভোট বিপ্লবের মাধ্যমে একজন যোগ্য নেতা তাজ ভাইকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে বড়লেখা উপজেলাবাসির সেবা করার সুযোগ নিশ্চিত করি।