• শিরোনাম


    ব্রাহ্মণবাড়ীয়া -৪ আসনে ধানের শীষের প্রার্থী মুসলেম উদ্দিনের প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্ট।

    | ২১ ডিসেম্বর ২০১৮ | ৪:৫৫ অপরাহ্ণ

    ব্রাহ্মণবাড়ীয়া -৪ আসনে ধানের শীষের প্রার্থী মুসলেম উদ্দিনের প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্ট।

    ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের প্রার্থীতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ার মুসলিমের প্রার্থীতা বৈধ করে যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্ধি প্রার্থী জসিম উদ্দিনের একটি রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দেয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের নির্বাচনে অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে।



    আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতিদের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার প্রার্থীতা স্থগিতের আদেশ দেন বলে খবর পাওয়া গেছে।

    এ ব্যাপারে আখাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল মনসুর মিশন জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে যারা নির্বাচনে অংশগ্রহন করেছে তাদের সবার প্রার্থীতা স্থগিত হয়েছে। ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের প্রার্থীতা ফিরিয়ে আনার জন্য হাইকোর্টে আপিল করা হবে বলেও তিনি জানিয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম