আশরাফুল মামুন | ০৪ জানুয়ারি ২০১৯ | ১২:৪৮ অপরাহ্ণ
মাএ ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে তর্কবিতর্কের জের ধরে ছুরিকাঘাতে সাকিব মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক কিশোর তারেক (১১) নামে কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহবাজপুর ইউনিয়নের ১ম গেইট এলাকায় বাঘা চাঁন মিয়ার ঔরষের মেলা চলছিল। এই মেলার পাশে জুয়ার আসর বসে। সেখানে জুয়ার বোর্ডে লগ্নি করার জন্য কিশোর সাকিব মিয়ার কাছে ২০ টাকা দাবি করে অপর কিশোর মো. তারেক। এ সময় ২০ টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয় । এক পর্যায়ে তারেক ছুরি নিয়ে এসে সাকিবকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহতাবস্থা স্থানীয়রা সাকিবকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, ঘাতক কিশোর তারেককে আটক করা হয়েছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |