| ২৭ ডিসেম্বর ২০১৮ | ৫:০৪ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাস ভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইলের নেতৃত্বে শ্যামলের পুনিয়াউটস্থ বাস ভবনে দীর্ঘ আড়াই ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেয়।
অভিযান কালে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক প্রমুখ।
এসময় যৌথ বাহিনীর দ্বারা শ্যামলের বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ ও ল্যাপটপ এবং সিসিটিভি মনিটরিং সিস্টেম নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে শ্যামলের বাসা থেকে জেলা বিএনপির সাংগঠনিক পর্যায়ের ১২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় অভিযোগ রয়েছে।
তবে প্রার্থী খালেদ হোসেন মাহবুর শ্যামল বলেন, প্রচার কাজের জন্য দলীয় নেতাকর্মীরা বাসায় আসলে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
সূত্রঃ যমুনা টিভি