| ০৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫:০৩ পূর্বাহ্ণ
মুফতী আমিনী রহঃ অসমাপ্ত উন্নয়নমূক কাজকে
সমাপ্ত করতে,হাঃ মাওঃ হাসানাত আমিনীকে
ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ অাসন থেকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের
তৃনমুল নেতাকর্মীরা।
বক্তারা বলেন ‘মুফতি আমিনী (রঃ) চারদলীয় ঐক্যজোটের আমলে সদর থেকে নয়,
সরাইল ২ আসন থেকে এম পি নির্বাচিত হয়েছিলেন, তিনি সরাইল আশুগঞ্জের উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। মুফতি আমিনী (রঃ) এর আত্মার সাথে সরাইলের মাটি ও মানুষের ভালবাসা মিশে আছে। সরাইলের মানুষ মুফতি আমিনীর অনুপস্থিতিতে তার যুগ্য পুত্র মাওঃ আবুল হাসানাত আমিনীকে ভালবাসায় জরিয়ে রাখতে চায়। মুফতি আমিনী (রঃ) এর অসমাপ্ত কাজের পরিপূর্ণতা হাসানাত আমিনীর মাধ্যমে দেখতে চায়।
সুতরাং হাসানাত আমিনীকে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে নয়, সরাইল আশুগঞ্জ থেকে মনোনয়ন দেয়ার প্রাণের দাবী তৃণমূল নেতাকর্মীদের।
বার্তাপ্রেরক
হাফেজ মাওঃ তাকদির হোসাইন।
সভাপতি- কাতার ইসলামী ছাত্র খেলাফত,,
সহ-ছাত্র কলাণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ,,