| ৩০ ডিসেম্বর ২০১৮ | ১:৫৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সদরে ভোটকেন্দ্রে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইসরাইল জেলা সদর নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের ছাওয়াল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। তবে সে কোন দলের সমর্থক কি না তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত করা যায়নি।
আজ রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় ইসরাইল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
জেলা সদর হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র গুলিবিদ্ধ হয়ে ইসরাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, দুষ্কৃ কারীরা অস্ত্র-শস্ত্র নিয়ে কেন্দ্র দখলে নেয়ার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে। তবে গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গেছে কি-না সেটা জানা নেই।