| ২০ ডিসেম্বর ২০১৮ | ১১:২২ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করার লক্ষে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৫-আসনে বিএনপির প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। তিনি আরো বলেন,ধানের শীষে আপনার একটি পবিত্র ভোট দেশমাতা বেগম খালোদা জিয়ার মুক্তির একমাত্র পথ।
বৃহস্পতিবার দিনভর নবীনগর উপজেলার জল্লী, ,শাহবাজপুর,নাছিরাবাদ গ্রামে গণসংযোগ শেষে শ্যামগ্রাম বাজারে পথ সভায় তিনি এ কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জ, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিত আহম্মেদ, সাধারণ সম্পাদক সেন্টু কেরানী প্রমুখ।