মুফতী মোহাম্মদ এনামুল হাসান , ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ০৯ মে ২০২০ | ৪:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড- ১৯) এর সংক্রমণ প্রতিরোধে দেশের অভ্যন্তরে অধিক ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ বাহিনী। আর সে ক্ষেত্রে দেশের পুলিশ বাহিনীর সদস্যরা নিজ জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন কর্মকান্ডের মধ্যে সামাজিক দূরত্ব বজায়, সচেতনতা সৃষ্টি, হোম কোয়ারেন্টাইন বজায় রাখা সহ কর্তব্য পালন করতে গিয়ে অনেকেই আক্রান্ত হওয়া সহ মৃত্যুবরণ করেছেন কয়েজন সদস্য। দেশে করোনা তৎপরতায় পুলিশের ব্যক্তিগত সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান। দ্বিতীয়বারের মতো বিতরণকৃত সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিলো মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, পিপিই বা আইসোলেশন গাউন ইত্যাদি।
এছাড়া করোনা ভাইরাস থেকে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স সহ প্রত্যেকটি থানায় জীবাণুনাশক টানেল বসানো হয়েছে।