• শিরোনাম


    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত।

    রিপোর্ট : মোঃ মুসা আহমেদ | ২৭ মে ২০১৯ | ৪:০৮ পূর্বাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত।


    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও চারজন।


    খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, শনিবার বেলা ১২টার দিকে বিজয়নগরের সাতবর্গ পেট্রোল পাম্প এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।



    নিহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউরের মিঠুরায় চৌধুরীর স্ত্রী শান্তারায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মিনাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি।

    ওসি হোসেন বলেন, অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী মিনাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।

    গুরুতর আহত ছয়জনকে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

    আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

    তারা হলেন ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০), জুম্মান (২৮) ও অন্য একজন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম