• শিরোনাম


    ব্রাহ্মণবাড়িয়ায় গণধর্ষণের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    | ২১ নভেম্বর ২০১৮ | ৫:১৫ অপরাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়ায় গণধর্ষণের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার নারী শিশু ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক বেগম মাফরুজা পারভীন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইন্সপেক্টর কাজী মাহফুজুল হাসান সিদ্দিকী, এএসআই কামাল হোসেন এবং এসআই সাধন কান্তি চৌধুরীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ মামলার বাদী পক্ষের আইনজীবী মাজহারুল আনোয়ার জানান- ২০১৭ সালের ৪ঠা অক্টোবর রাত ৮টায় ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামে পুলিশ কর্মকর্তারা আসামি ধরতে যান। আসামিদের না পেয়ে তারা ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় মহিলারা বাধা দেন। তাদের মধ্যে বাদীকে পুলিশ নৌকায় উঠিয়ে নিয়ে যায়। এরপর পালাক্রমে ধর্ষণ করে বালিখোলা মঠের গোড়াতে ফেলে রেখে যায়।
    সেখান থেকে জেলেরা উদ্ধার করে তাকে রাতেই হাসপাতালে নিয়ে আসে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা তখন চাতলপাড় পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। এই ঘটনায় ২০১৭ সালের ২৩শে অক্টোবর আদালতে মামলা করেন ঘটনার শিকার ওই নারী। এরপর ঘটনার জুডিশিয়াল তদন্ত হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয়ার পর বাদী আদালতে নারাজি দেন। এরপরই ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত। এই পুলিশ কর্মকর্তাদের মধ্যে সাধন কান্তি চৌধুরী নাসিরনগরে কর্মরত। ইন্সপেক্টর কাজী মাহফুজুল হাসান সিদ্দিকী ঢাকায় এবং এএসআই কামাল হোসেন চট্টগ্রামে কর্মরত।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম