| ২৬ জুলাই ২০১৮ | ১২:০১ পূর্বাহ্ণ
সময়ের প্রয়োজনে কালনী, বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি”র ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রা বিরতি, সকল আন্ত:নগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, রেলওয়ে টিকেট কালোবাজারী বন্ধ ও শহরের ফুটপাত দখল মুক্ত করার দাবীতে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে আজ বুধবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে উক্ত মানববন্ধনের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন শাহিন, চ্যানেল ২৪ এর ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দীকি, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, কমরেড নজরুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ হোসাইন, যুব নেতা এমরান হোসেন মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা শেখ রাসেল, শিল্পী ফারুক আহম্মেদ পারুল।
মানববন্ধনে বক্তারা বলেন, সময়ের প্রয়োজনে কালনী, বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি’র ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রা বিরতি দেওয়া প্রয়োজন এবং স্টেশনের কালোবাজারী রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দরকার ও ব্রাহ্মণবাড়িয়া শহরের মহিলা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পর্যন্ত সড়কগুলো অবৈধভাবে দখল করে যে দোকান গড়ে উঠে তা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন কর্তৃক অভিযানের মাধ্যমে উচ্ছেদের দাবী জানান। সভায় আগামী এক মাসের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন নইলে কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের পারভেজের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার বার্তা সম্পাদক মোঃ আবুল হাসনাত অপু, আর টিভি’র জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, সাংবাদিক মুজিবুর রহমান খান, ফরহাদ হোসেন পারভেজ, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এটিএন নিউজ এর ক্যামেরা পার্সন সুমন রায়, সময় টিভির ক্যামেরা পার্সন জুয়েল, জাগো নিউজ ২৪.কমের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, ছাত্রনেতা হৃদয়, বিপ্লব, ইমরান, জিয়াউল আমিন জুয়েল, রফিকুল হক শাকিল, সৈয়দ আরাফাত, বিজয় সাহাসহ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।