মুফতি মুহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ০৬ এপ্রিল ২০২০ | ৫:১৬ পূর্বাহ্ণ
রবিবার থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকায় ১২টি বিক্রয়কেন্দ্রে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় পরিবার প্রতি সর্বোচ্চ ৫কেজি চাল ১০টাকা দরে বিক্রয় শুরু হয়েছে। সকাল ১১ঘটিকায় জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া জনাব হায়াত-উদ-দৌলা খাঁন ভাদুঘর বাজারে অবস্থিত ওএমএস-এর বিক্রয়কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব সুবির নাথ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আল মামুন সরকার, সহকারী কমিশনার (ভূমি) জনাব এ.বি.এম মশিউজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রশান্ত বৈদ্য। এরপর কাউতলী বাসস্ট্যান্ডসহ বেশ কিছু বিক্রয়কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায়, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিপুল আগ্রহে ওএমএস-এর চাল ক্রয় করছেন।