| ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ১১:১১ অপরাহ্ণ
আজ রবিবার (৩০/০৯/১৮) সকাল ১০ ঘটিকায় কাজীপাড়াস্থ ইসলামী ঐক্যজোটের অস্থায়ী কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের কমিটি গঠন উপলক্ষ্যে হাফেজ মাওলানা ইদ্রিস এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আল্লামা মুফতি মুবারকুল্লাহ,আল্লামা সাজিদুর রহমান, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী,সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন সহ জেলার শীর্ষ উলামায়ে কেরাম, প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিসকে সভাপতি, মুফতি বোরহান উদ্দিন কাসেমীকে সাধারণ সম্পাদক, মুফতী মোহাম্মদ এনামুল হাসানকে যুগ্ম সম্পাদক (১),মাওলানা ইউসুফ ভূঁইয়াকে যুগ্ম সম্পাদক (২) ও হাফেজ কাউসার মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা কমিটি ঘোষণা করা হয়।