মুফতি মুহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ০৮ এপ্রিল ২০২০ | ৯:৫৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৪ জনের নমুনা পরীক্ষার পর পাওয়া যায়নি করোনা ভাইরাস। সংগৃহিত অারও ১০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বেশ কয়েকটি উপজেলা থেকে করোনা ভাইরাসের উপসর্গ থাকতে পারে এমন সন্ধিগ্ধ ১৪ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (অাইইডিসিঅার) পাঠানো হয়েছিল। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুইজন, কসবা উপজেলার চারজন, অাখাউড়া উপজেলার দুইজন, নাসিরনগর উপজেলার দুইজন, আশুগঞ্জ উপজেলার দুইজন ও বাঞ্ছারামপুর উপজেলার দুইজন।
৮ এপ্রিল বুধবার দুপুর নাগাদ ওই ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রাপ্ত হন জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের সবার পরীক্ষার ফলাফলেই করোনা ভাইরাস নেগেটিভ অাসে, অর্থাৎ তারা কেউই করোনা ভাইরাসে অাক্রান্ত নন। সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান,’ইতোমধ্যে আরো ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।’