| ০৪ জানুয়ারি ২০১৯ | ১২:৩৩ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের প্রাতঃ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে এনেছে।
ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. আল আমিন সরকার জানান, আগুনের খবর পেয়ে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পড়ে যাওয়া দোকানের মধ্যে মুদিমাল, স্বর্ণলঙ্কার, ফার্মেসী ও সেলুনের দোকান রয়েছে।