| ১১ অক্টোবর ২০১৮ | ৮:১৮ অপরাহ্ণ
ছাত্রসমাজের মাঝে ইসলামী আদর্শ তুলে ধরতে ছাত্র খেলাফতের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।
………মাওলানা হাসানাত আমিনী
খেলাফতে ইসলামী বাংলাদেশ এর আমীর, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ গতানুগতিক ছাত্র সংগঠন নয়। বাংলাদেশে মোহাম্মদ (সা:)এর আদর্শ প্রতিষ্ঠার জন্য ই ছাত্র খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন আল্লামা মুফতী ফজলুল হক আমিনী (রহঃ)। ছাত্রসমাজ যেন আদর্শবান ছাত্রসমাযে নিজেকে গড়ে তুলতে পারে এজন্য ছাত্রসমাজের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে ছাত্র খেলাফতের নেতাকর্মীদের আরো নিষ্ঠা ও মেধা ভিত্তিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে।আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় আমতলী বাজার সংলগ্ন ময়দানে বিজয়নগর উপজেলা ইসলামী ছাত্র খেলাফতের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী আরো বলেন, ছাত্র রাজনীতি আজ নীতি নৈতিকতা ও আদর্শকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক দল গুলোর ক্ষমতায় আরোহণের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ছাত্র সমাজ তাদের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলতে বসেছে। ইসলামী ছাত্র খেলাফতের সকল নেতাকর্মীদের ছাত্র সমাজের নিকট ইসলামী আদর্শ তুলে ধরতে আরো অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।
মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোট সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস, সেক্রেটারি মুফতি বোরহান উদ্দিন কাসেমী,কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ কাউসার মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মকবুল হোসাইন,জেলা ছাত্র খেলাফত সভাপতি মাওলানা জজুনায়েদ কাসেমী,সেক্রেটারি মাওলানা এরশাদুল্লাহ কাসেমী,বিজয়নগর উপজেলা ইসলামী ঐক্যজোট সভাপতি হাজ্বি মুহিবুল আলম,সেক্রেটারি মাওলানা কাউসার আহমদ, মাওলানা এনামুল হক সুমন প্রমুখ।
উক্ত ত্রি বার্ষিক সম্মেলনে মাওলানা কেফায়েতুল্লাহকে সভাপতি, মাওলানা রহমতুল্লাহকে সেক্রেটারি ও হাফেজ উমর ফারুক রাজিবকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী ছাত্র খেলাফত বিজয়নগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বার্তা প্রেরক
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক (১)
ইসলামী ঐক্যজোট
ব্রাক্ষণবাড়ীয়া জেলা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |