| ১৪ জানুয়ারি ২০১৯ | ১১:৫০ অপরাহ্ণ
গতকাল ১২ ই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নোয়াগাঁও বড় মাদ্রাসার বাৎসরিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৮ হাফেজ হওয়া ছাত্রদের পাগড়ী ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আল্লামা এমদাদ আল হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব দাঃবাঃ। মূল্যবান নসিহত করেন মাওঃ গাজী ইয়াকুব উসমানী, আল্লামা কফিল উদ্দিন সাহেব সহ এলাকার বিশিষ্ট আলেমগন। উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিল শেষে বিগত বছরের হিফজ সমাপ্ত করা কোর-আনে হাফেজদের ক্রেস্ট প্রদান ও মাথায় পাগড়ী দেওয়া হয়।
এবার যারা হাফেজে কোর-আন হয়েছে।
১ হাফেজ আসাদুল্লাহ
২ হাফেজ আঃ রাজ্জাক
৩ হাফেজ নুরুল্লাহ
৪ হাফেজ মনির হুসেন
৫ হাফেজ তৌহিদ
৬ হাফেজ আতাউল্লাহ
৭ হাফেজ লাদেন
৮ হাফেজ অাব্দুর রহমান
৯ হাফেজ আঃ গাফ্ফার
১০ হাফেজ সোহান হাসেমী।
সকলের ইহকালের সাফল্য ও পরকালের মুক্তি কামনা করে দুয়া করা হয়।