• শিরোনাম


    ব্রাহ্মণবাড়িয়ার তারুণ্যের কবি এস এম শাহনূর কে সংবর্ধনা প্রদান

    আওয়ার কণ্ঠ নিউজ ডেস্ক: | ১৬ মার্চ ২০২০ | ১০:১৭ পূর্বাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়ার তারুণ্যের কবি এস এম শাহনূর কে সংবর্ধনা প্রদান

    গত ১২ মার্চ বৃহস্পতিবার,ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বল্লভপুর আইডিয়াল স্কুলের ২০২০ সালের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কবি এস এম শাহনূর কে সংবর্ধনা এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।

    পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।শুরুতেই ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়



    হাজী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মাসুদ উল আলম
    প্রধান মেহমান : মোঃ জাহাঙ্গীর আলম
    বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্যামিকেল ব্যবসায়ী।
    উদ্বোধক:
    মোঃ সোলেমান খান
    সভাপতি, কসবা প্রেসক্লাব

    মহাসচিব
    বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

    উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার তারুণ্যের কবি খ্যাত লেখক ও গবেষক, বল্লভপুর গ্রামের কৃতি সন্তান এস এম শাহনূর এর প্রতি মানপত্র পাঠের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ লিয়াকত আলী আল কাদেরী।প্রধান আলোচকঃ ড.আলহাজ্ব শরীফ সাকী
    প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী।
    বিশেষ অতিথি
    জনাব,মোঃ নাজমুুল হক সিকদার
    সহকারী উপজেলা শিক্ষা অফিসার
    কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

    আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, জনাব,মোঃ আলম মিয়া
    চেয়ারম্যান,
    ২নং মেহারী ইউনিয়ন পরিষদ।
    শরীফ এ কে এম শামসুল হক
    সাবেক চেয়ারম্যান, মেহারী ইউনিয়ন পরিষদ।
    মুক্তিযোদ্ধা ‘হাজী আব্দুল মান্নান
    সাবেক চেয়ারম্যান, কাইতলা ইউনিয়ন পরিষদ।
    শেখ আব্দুস সবুর
    শিক্ষানুরাগী,
    সাব ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ।
    গীতিকার মিলন খান
    বাচসাস পুরস্কার প্রাপ্ত লেখক।
    কবি আব্দুল আওয়াল
    এএসপি,(অব:)
    আধ্যত্বিক কবি ও দার্শনিক রেজা সারোয়ার
    স্পেস থিওরি ‘র উদ্ভাবক।
    প্রফেসর ড. লুৎফর রহমান জয়
    চেয়ারম্যান,
    জনপ্রিয় চ্যানেল বঙ্গ নিউজ লাইভ।
    কবি লোকমান হোসেন পলা
    সাংগঠনিক সম্পাদক, কসবা প্রেস ক্লাব।
    ডা. রুনা আহমদ
    হোমিওপ্যাথি বিশেষজ্ঞ, সাভার।
    ইঞ্জিনিয়ার গোলাম সামদানী সোহাগ
    রিসার্স এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার। ওয়াল্টন গ্রুপ।
    মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া
    এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
    মোঃ সিরাজুল হক (সীমান্ত সিরাজ),
    মহাসচিব,
    বাংলাদেশ সাংবাদিক ফোরাম ( বিজেএফ) সহ এলার সর্বস্তরোর বিপুল জনগণ উপস্থিত ছিলেন।
    ছাত্র ছাত্রীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দিয়ে উৎসাহ প্রদান করেন।

    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলটির
    প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম শাহাবুদ্দিন।

    দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    গত দুই দশক ধরে যে নিভৃতচারী গুণী মানুষটি বাংলা সাহিত্যাকাশে মিটমিট করে জ্বলে নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন,তিনি ব্রাহ্মণবাড়িয়ার তারুণ্যের কবি খ্যাত,লেখক ও গবেষক এস এম শাহনূর।

    বাংলা একাডেমি,শাহবাগ পাঠক সমাবেশ কেন্দ্র সহ বাংলাদেশের বহু সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে কবির রয়েছে এক রসালো বন্ধন।

    তিনি কসবা উপজেলার,মেহারী ইউপি’র বল্লভপুর গ্রামের গর্বিত সন্তান। “ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার নামকরণের ইতিকথা”, গবেষণা ধর্মী ঐতিহাসিক প্রবন্ধ “কাইতলা জমিদার বাড়ির ইতিহাস” কাইতলা গ্রামের নামকরণের ইতিকথা, গোয়ালী গ্রামের নামকরণের ইতিকথা ,কসবা উপজেলার”মেহারী ইউনিয়নের ১০টি গ্রামের নামকরণের অলিখিত ইতিহাস”লিখেছেন তিনি।

    ১৯৮২ সালের ৮ সেপ্টেম্বর বল্লভপুর গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে কবির জন্ম। পিতার নাম হাজী আব্দুল জব্বার,(তিনি ছতুরা দরবার শরীফের পীর প্রফেসর আলহাজ্ব আব্দুল খালেক (রঃ) এর একজন একনিষ্ঠ শিষ্য ও ঘুম জাগানিয়া ধর্ম প্রচারক ছিলেন)।মাতার নাম জাহানারা বেগম।(তিনি মুবাল্লিক ও ইসলাম ধর্মপ্রচারক শায়খুল বাঙ্গাল শাহ সূফী সৈয়দ আবু মাছাকিন লাহিন্দী আল কাদেরী(রঃ) এর ভাতিজি)।

    ছোটবেলা থেকেই কবির কবিতা ও গল্প লেখায় হাতে খড়ি।আবৃত্তি,উপস্হিত বক্তৃতা,বিতর্ক ও নিজের সৃষ্টিশীল লেখার জন্য স্কুল,কলেজে,উপজেলা,জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।ছাত্র জীবনে তিনি ছিলেন প্রতি পরীক্ষায় ফার্স্ট হওয়া অত্যন্ত মেধাবী ছাত্র।তিনি ১৯৯৭ সালে কুমিল্লা বোর্ড স্কলারশীপ সহ এস এস সি,১৯৯৯ সালে এইচ এস সি এবং ২০০৩ সালে ব্যাচেলর অব সোসাল সায়েন্স ডিগ্রি লাভ করেন।বিদেশে Marine and Warfare Academy of China.থেকে উচ্চতর প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সাবলীল,কোমল, মিষ্টভাষী ও ভ্রমণ বিলাসী।কবির সহধর্মিনী মিসেস আমেনা শরীফ শাহীন একজন নিষ্ঠাবান সরকারী অডিট কর্মকর্তা।একমাত্র কন্যা সন্তানের নাম- সামীহা নূর জারা।

    কর্মজীবনে ভূ মধ্যসাগর ঘিরে জাতিসংঘের ইউনিফিল(UNIFIL) এর মেরিটাইম টাস্ক ফোর্সে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। মেধার কারণে চষে বেড়িয়েছেন চীন,জাপান,ভিয়েতনাম,মালয়েশিয়া,ইন্দোনেশিয়া,দুবাই,ভারত,মালদ্বীপ,সিংগাপুর, লেবানন,তুরস্ক,সাইপ্রাস; ইউরোপ-এশিয়া সহ পৃথিবীর নানান দেশ।
    পত্রিকায় প্রকাশিত প্রথম কবিতা “অগ্নি বাণী” ১৯৯৪ সালে এবং বেতারে “স্বপ্ন দেখার নেইতো মানা’কবিতা প্রচারিত হয় ১৯৯৬ সালে।২০০৫ সালের একুশে বই মেলায় তাঁর ১০১ টি কবিতা সম্বলিত “স্মৃতির মিছিলে”নামক প্রথম কাব্য গ্রন্থ প্রকাশিত হয়। যা পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করে।দেশ বিদেশের নানান পত্রিকা ও সাময়িকীতে তাঁর বাংলা ও ইংরেজীতে লেখা মুদ্রিত হয়েছে।

    পুরস্কার ও সম্মাননাঃ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জাতিসংঘ শান্তি পদক, ব্রাহ্মণবাড়িয়া জেলার অলিখিত ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে তথ্য সংগ্রহ ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে বিশ্ববাঙালি সম্মাননা ২০১৯,সকালের সূর্য সাহিত্য বাসর সম্মাননা ২০১৯,কসবা উপজেলা প্রশাসন কর্তৃক গুণীজন সংবর্ধনা,গাঙচিল ছন্দ বিশারদ সম্মাননা,কলম সৈনিক সাহিত্য পুরস্কার,কবি ও কবিতার ভুবন কবিরত্ন সম্মাননা এবং অমর একুশে সাহিত্য পুরস্কার ২০২০ লাভ করেন।

    প্রকৃতির নিয়মের প্রতি শ্রদ্ধাশীল কবি মনে নগর জীবনের হটকারিতা এবং গ্রাম্য জীবনের চাতুর্যতা বড় কষ্টের কারণ বলে জানা যায়।ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোর নামকরণের তথ্য উদঘাটনে কবি নিরলসভাবে সময়,মেধা ও শ্রম ব্যয় করে চলেছেন।

    এক নজরে কবির সৃষ্টিকর্মঃ
    ★স্মৃতির মিছিলে(কাব্য গ্রন্থ)
    ★প্রজাপতি প্রেম(কাব্য গ্রন্থ )
    ★Colour Of My Love (ইংরেজি কাব্য গ্রন্থ)
    ★প্রেম আসে অসময়ে(উপন্যাস)
    ★ভালবেসে সাধ মিটেনি(উপন্যাস)
    ★স্বর্গের ছায়া(ভ্রমণ কাহিনী)
    ★ভাল ছাত্র হওয়ার সহজ কৌশল।
    ★দীদারে মুহাম্মদ (সাঃ)।
    ★চিরকুমার ও রাজকন্যা(বাংলাদেশ বেতারে প্রচারিত নাটক)
    ★উদ্ভাবকঃMerit Theory।

    আমাদের সূর্য সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি ও মেধাবী এই কবির সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করছি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম