রিপোর্ট : এস এম অলিউল্লাহ, নবীনগর প্রতিনিধি | ২৩ জুন ২০১৯ | ১০:৫১ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামের মোঃ হিলু মিয়ার ছেলে মোঃ আল-আমিন মিয়া (২৫) গত ১৬ জুন ২০১৯ ইং রোজ-রবিবার সকালে তার নিজবাড়ি থেকে বের হলে আর বাড়িতে ফিরেনি। তার উচ্চতা ৫.২ ইঞ্চি, গায়ের রং কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙ্গের শার্ট।
নিখোঁজ আল-আমিনের বাবা মোঃ হিলু মিয়া বলেন, আল-আমিন নিখোঁজ হওয়ার পূর্বে তার ছেলের মোবাইলে অচেনা নাম্বার থেকে অনেক বার কল আসে ।
ফোনের অপরপ্রান্ত থেকে তাকে অনেক গালাগালি করে। এক পর্যায়ে আল-আমিন কে হুমকি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দেখা করতে বলে, সে ও দেখা করার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় যায়,তারপর থেকে সে নিখোঁজ।
এদিকে নিখোঁজ আল-আমিন কে খোঁজে না পেয়ে তার বাড়িতে কান্নার রোল পড়ে আছে।
যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ছেলের পিতা মোঃ হিলু মিয়া।
গ্রাম:কুড়িঘর,উপজেলা:-নবীনগর, জেলা ব্রাক্ষণবাড়িয়া।
মোবাইল; 01796221911
01762657630
নিউজটি শেয়ার করার জন্য আপনার প্রতি অনুরোধ করছি।