এস.এম অলিউল্লাহ নবিনগর. | ১৪ নভেম্বর ২০১৮ | ১০:২৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম তুলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট আব্দুল্লা আল বাকী। জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বর্তমানে এডভোকেট আব্দুল্লা আল বাকী জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক,নবীনগর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক,জাতীয়তাবাদী যুব আইনজীবি সমিতি,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল্লা আল বাকী বলেন, এখন তরুণ ও ত্যাগীদের যুগ। দলও তরুণ ও ত্যাগীদের এগিয়ে দিচ্ছে। দল আমাদের মনোনয়নের জন্য অগ্রাধিকার দিচ্ছে। প্রতিটি ওয়ার্ডে-গ্রামের ঘরে ঘরে আমার যোগাযোগ রয়েছে। আমি আশা করছি দল আমাকে মনোনয়ন দেবে।
তিনি বলেন, দল থেকে আমি আমার মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। উল্লেখ দলের দুঃসময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীদের মামলা মোকাদ্দমা নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং করে যাচ্ছেন তিনি আরো বলেন যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে দলের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে নির্বাচনে কাজ করে যাব।সে সময় সাথে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী আবু হানিফ সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলার নেতাকর্মীরা