• শিরোনাম


    ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে এরশাদের জোট থেকে আল্লামা যুবায়ের আহমদ আনছারী মনোনয়ন প্রত্যাশী

    অলিউল্লাহ খান, প্রতিনিধিঃ আওয়ার কন্ঠ | ০৪ অক্টোবর ২০১৮ | ৫:২০ অপরাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে এরশাদের জোট থেকে আল্লামা যুবায়ের আহমদ আনছারী মনোনয়ন প্রত্যাশী

    নাসিরনগর ও সরাইল উপজেলার সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ব্রাহ্মণবাড়িয়ার-১(নাসিরনগর) আসন থেকে জাপা এরশাদ জোট থেকে মনোনয়ন প্রত্যাশী মাওলানা হাফেজ যুবায়ের আহমদ আনছারীর এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে সরাইল বেড়তলা জামিয়া রাহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাওলানা যুবায়ের আহমদ আনছারীর বলেন,এরশাদের জোট থেকে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে তিনি মনোনয়ন প্রত্যাশী। এক্ষেত্রে জোট যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব,প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে এবং কোরআন-সুন্নাহ ভিত্তিক দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।
    তাছাড়া এ আসনে জোট যদি আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে আমি তার পক্ষেই কাজ করব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে এরশাদের জোট তথা তার দল নির্বাচনে অংশ নিবে। তাই তিনি সংবাদিকসহ নাসিরনগরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান,জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকার,সহ-সভাপতি মাওলানা শামছুদ্দিন, মাওলানা তাজুল ইসলাম,উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তার,সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন,সহ-সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম,জেলা শাখার সহ সভপতি মাওলানা এরশাদুল ইসলাম,সরাইল শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জানে আলম, মাওলানা আমানুল হক, মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা লুৎফুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম