এস.এম অলিউল্লাহ, নবীনগর প্রতিনিধি | ২১ ডিসেম্বর ২০১৮ | ১০:২৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রশাসন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (২১/১২)থানা প্রাঙ্গনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জণ পাল। স্বাগত বক্তব্য রাখেন, নবাগত অফিসার ইনচার্জ রনোজিত রায়। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ শান্তিুপূর্ন ভাবে অনুষ্ঠান এবং প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা হয়। নবাগত অফিসার ইনচার্জ তার বক্তব্যে আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠ করতে সাংবাদিকদের সর্বাত্তক সহযোগীতা চেয়ে বলেন, নির্বাচনে অংশগ্রহনকারি ১০ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের সাথে আলোচনা করছি। সরকার দলীয় প্রার্থীর বাড়িতে ওসির গোপন বৈঠক শিরোনামে প্রকাশিত রির্পোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ন ভিত্তিহীন বানোয়াট সংবাদ, শুধু সরকার দলীয় নয়, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোটসহ প্রায় সকল প্রার্থীর বাড়িতে গিয়েছি। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের উদ্যোশ্য। সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল অতি ঝুকিপূর্ন ১১ টি ও ঝুকিপূর্ন ৮০, এবং সাধারণ ৪৮ টি কেন্দ্র উল্লেখ করে সুষ্ঠু নির্বাচন করতে সাংবাদিকদের সহযোগীতা চান। এ সময় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, সম্পাদক আসাদুজ্জামান কল্লোলসহ প্রায় সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |