রিপোর্ট: মোঃ অমিত হাসান অপু, আখাউড়া প্রতিনিধি | ০৯ জুলাই ২০১৯ | ১১:১৪ পূর্বাহ্ণ
আগামী ২৫শে জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আখাউড়া ও বিজয়নগর অংশের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন আখাউড়া উপজেলা যুবলীগের
যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম।মনোয়নপত্র যাচাই বাছাই শেষে ইতিমধ্যে তাহার প্রার্থীতা বৈধতা ঘোষনা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। ৮নং ওয়ার্ড আখাউড়া উপজেলার আখাউড়া পৌরসভা,আখাউড়া উত্তর ইউনিয়ন ,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, আখাউড়া মোগড়া ইউনিয়ন, বিজয়নগর উপজেলার সিংগারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর ইউনিয়ন এর ৯৩ জন জণপ্রতিনিধি এ নির্বাচনে ভোটাধীকার প্রয়োগ করবেন।
ব্রাহ্মণবাড়িয়া পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম ভূইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জয় লাভ করায় সদস্যপদটি শূণ্য ঘোষনা করা হয়। শূণ্যপদে উপনির্বাচন হচ্ছে।
জেলা পরিষদের উপ-নির্বাচনে সদস্য প্রার্থী আতাউর রহমান নাজিম জানায়, আওয়ামীলীগ আমাকে সমর্থন দিয়েছে। আওয়ামীলীগের সমর্থনে নির্বাচনে জয়লাভ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।