সৈয়দ কাসেম | ০৪ অক্টোবর ২০১৮ | ৪:৫৮ পূর্বাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মুফতী আমিনীর ছেলে আলহাজ্ব হাফেজ মাওঃ হাসানাত আমিনীর এক মটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে মটরসাইকেল শোডাউন শেষে পৌরসভার অন্তর্গত আমিনপুর ঘোকর্ণঘাট মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রায় শতাধিক মটরসাইকেল নিয়ে হাসানাত আমিনীর নেতাকর্মীরা শোডাউনটি বের করেন। এসময় ‘ হাসানাত আমিনীর ভয় নাই রাজপথ ছাড়িনাই’ এই শ্লোগানকে সামনে রেখে সবাই একযোগে হাসানাত আমিনীর নামে শ্লোগান দিয়েছে।
এসময়, উপস্থিত ছিলেন! স্থানীয় ইসলামী ঐক্যজোট, ছাত্রখেলাফত ও হাসানাত আমিনীর শুভাকাঙ্ক্ষীরা।